গৌরনদীতে একদিনে এককোটি টিকাদান কর্মসূচির শুভ উদ্ভোধন
|
![]() গোরনদী প্রতিনিধি:- ২৬ ফেব্রুয়ারি ২০২২ দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ দেওয়া শেষ হচ্ছে। আজকের বিশেষ ক্যাম্পেইনে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক কোটি। গত ১৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম ২৬ ফেব্রুয়ারি ‘বিশেষ টিকা ক্যাম্পেইন’ পরিচালনা করা হবে বলে জানান। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এ দিনে টিকা নিতে জন্ম নিবন্ধন বা কোনও কাগজপত্র লাগবে না। মোবাইল নম্বর দিয়েই টিকা নেওয়া যাবে। তারই ধারাবাহিকতায় গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের মাহিলাড়া ও পূর্ব শরিফাবাদ (কেবলার ভিটা) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কর্মসূচির উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এসময়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, ইউপি সদস্য মোঃ হাসান আল মামুন ও ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য প্রমুখ।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |