দেশের ৩৫০জন তরুণ সংগঠক নিয়ে ময়মনসিংহে ২৬শে ফেব্রুয়ারী বসবে যুব সংসদ
|
![]() অলি আহমেদ ষ্টাফ রিপোটার:- বাংলাদেশের জাতীয় পুরষ্কার প্রাপ্ত যুব সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে আগামী ২৬শে ফেব্রুয়ারী ২০২২ ময়মনসিংহ, টাউন হলে ইয়ুথ পার্লামেন্ট “Dare to Change for a Positive Bangladesh” হতে যাচ্ছে। চলতি বছর এই যুব সম্মেলনে সারা বাংলাদেশ থেকে ৩৫০ জন তরুন সংগঠক উপস্থিত হবে। রাষ্ট্রপতি হিসেবে ভারচুয়ালি এর উদ্বোধন করবেন এডভোকেট সুলতানা কামাল এছাড়া থাকবেন মাননীয় সংসদ সদস্য ফকরুল ইমাম, মাননীয় পরিকল্পনা মন্ত্রী সহ অন্যান্য স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি বর্গ উপস্থিত থাকার কথা রয়েছে। উক্ত আয়োজনে স্পীকার হিসেবে উপস্থিত থাকবেন ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অমিয় প্রাপণ চক্রবর্তী। এবারের আয়োজনে সহযোগিতা করছে “মানুষের জন্য ফাউন্ডেশন” এবং “আই সি টি ডিভিশন বাংলাদেশ ”। এই আয়োজনে ব্যাপকভাবে সারা পড়েছে। ২৬শে ফেব্রুয়ারী যুব সম্মেলনকে সামনে রেখে সারাদেশে ইতিমধ্যে যুবদের নিয়ে নানা ধরনের আয়োজন এবং পূর্ব প্রস্তুতি মূলক সভা, সমাবেশ চলছে। প্রতিটি যুব সম্মেলনে ব্যাপকভাবে তরুণেরা অংশগ্রহণ করছে যেখানে অত্যন্ত আগ্রহ পরিলক্ষিত হয়েছে। এবারের যুব সংসদ থেকে দেশের সংখ্যা লঘুদের অধিকার রক্ষায় “Minority Rights Commission”, জাতীয় যুব কাউন্সিলকে সঠিক ও শক্তিশালী হিসেবে বাস্তবায়ন করা ও কভিড-১৯ পরিস্থিতিতে যুবদের কর্ম সংস্থান, যুবদের জীবন মান উন্নায়ন এবং একই সাথে আসন্ন্য নির্বাচনকে সামনে রেখে যুবদের চিন্তা ভাবনা নিয়ে ব্যাপকভাবে আলোচিত হবে। সরকারি দল ও বিরোধী দলের উভয়পক্ষের মধ্যে বিভাজিত হয়ে এই আলোচনা সংসদের ন্যায় অনুষ্ঠিত হবে। উক্ত আয়োজনকে ঘিরে ইতিমধ্যে ময়মনসিংহ শহরে ব্যাপক উৎসাহের আমেজ তৈরী হয়েছে। বিভিন্ন সংগঠন ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণ ইতিমধ্যে লক্ষ করা গেছে।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |