নিজস্ব প্রতিবেদক:-
বরিশালে আগৈলঝাড়া উপজেলার সকল শিক্ষার্থীরা করোনার টিকা পাবে ২৬ ফ্রেব্রুয়ারি। এদিন ১৭টি কেন্দ্রের মাধ্যমে ১২ বছরের উর্ধে সকল শিক্ষার্থীরা টিকা কেন্দ্রে গিয়ে টিকা গ্রহন করতে পারবেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন।
বুধবার দুপুরে তিনি জানান, যে সকল শিক্ষার্থীরা কোভিড-১৯ প্রতিরোধে বয়স নির্ধারণের জটিলতায় এতদিন করোনার টিকা গ্রহন করতে পারেনি ১২ বছরে উপরে ওই শিক্ষার্থীসহ সকল পর্যায়ের লোকজন এই দিন নির্দ্দিস্ট টিকা কেন্দ্রে গিয়ে করোনার টিকা গ্রহন করতে পারবে। এজন্য শিক্ষার্থীদের বয়স প্রমাণের জন্য জন্ম শিশু টিকা কার্ড বা জন্মনিবন্ধন এর কপি সাথে আনতে হবে। ২৬ ফেব্রুয়ারি মোট ১৭টি কেন্দ্রে সরকারের বিনা মূল্যে করোনার টিকা প্রদান করা হবে। এই দিনের জন্য শিক্ষার্থীদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে অন্তত সাড়ে ৪ হাজার জন। এদিন পরে আর কেউ উপজেলায় অবশিষ্ট থাকবে না। এরপর অগ্রাধিকার ভিত্তিতে ২য় ও ৩য় ডোজ টিকা কার্যক্রম চলমান থাকবে।
২৬ ফেব্রুয়ারি নির্দ্দিষ্ট টিকা কেন্দ্রগুলো হলো বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, দুঃস্থ মানবতার হাসপাতাল, বাটরা কমিউনিটি ক্লিনিক, বাশাইল পরিবার কল্যান কেন্দ্র, চেংগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্যবাকাল কমিউনিটি ক্লনিক, কোদালধোয়া কমিউনিটি ক্লিনিক, পয়সারহাট উপ-স্বাস্থ্যকেন্দ্র, গৈলা ইউনিয়ন পরিষদ, সেরাল কমিউনিটি ক্লিনিক, নগরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় রতœপুর উপ-স্বাস্থ্যকেন্দ্র, বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়, মোল্লাপাড়া কমিউনিটি ক্লিনিক, বাগধা পরিবার কল্যান কেন্দ্র, চক্রিবাড়ি কমিউনিটি ক্লিনিক ও আমবৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সংবাদটি পঠিত : ১৩৭
২২