উজিরপুরে মোবাইল ফোনে প্রেম অতঃপর ঘটা করে ৭ম শ্রেনির ছাত্রীর বাল্য বিবাহ
|
![]() উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে মোবাইল ফোনে প্রেম অতঃপর ৭ম শ্রেনীর ছাত্রীকে ঘটা করে বাল্যবিবাহ দেয়ার অভিযোগ পাওয়া গেছে। সচেতন মহলে ক্ষোভ। সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রভাব খাটিয়ে ওই ছাত্রীর বাল্য বিবাহ সম্পন্ন করা হয়। সুত্রে জানা যায় উপজেলার জল্লা ইউনিয়নের কুড়োলিয়া ২নং ওয়ার্ডের বুদ্ধিসর হালদারের ছেলে গোপাল হালদার(২১) পাশ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের দুলাল হালদারের মেয়ে বাসাইল মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেনীতে পরুয়া ছাত্রী বিনা হালদারকে মোবাইল ফোনে প্রেমের ফাঁদে ফেলেছে। এরই প্রেক্ষিতে ওই নাবালিকা ছাত্রীর সরলতার সুযোগ নিয়ে গোপাল হালদার গত ২দিন পূর্বে তার মামা বাড়ী হারতা ইউনিয়নের কালবিলা গ্রামে নিয়ে যায় এবং সেখানে তাদের ঘটা করে প্রকাশ্যে বাল্যবিবাহ পড়ানো হয়। বতর্মানে গোপাল তার স্ত্রীকে নিয়ে বাবার বাড়িতে আছে। এ ব্যাপারে গোপালের পিতা বুদ্ধিসর হালদার জানান বাল্য বিবাহ কোন বিষয়ই নহে। আমাদের অনেক বড় বড় আত্মীয় স্বজন আছে। আমাদের আইনগত কোন ভয়ের কিছু নেই। ইউপি সদস্য সুসান্ত জানান বিষয়টি আমার জানা নেই। জানতে পারলে অবশ্যই প্রতিরোধ করতাম এবং প্রশাসনকে অবহিত করতাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতি বিশ্বাস জানান তদন্ত পূর্বক বিষয়টি দেখা হবে। সচেতন মহল বাল্য বিবাহের অভিশাপ থেকে মুক্তি লাভের জন্য তাদেরকে আইনের আওতায় আনার দাবী জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছে।
|