তালতীতে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদেট ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
|
![]() তালতলী বরগুনা প্রতিনিধি:- বরগুনার তালতলীতে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার(২০ ফেব্রুয়ারী) উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় সূর্য়দয়ের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন এরপর সকাল ৯ ঘটিকায় দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ মুজিব চত্বরে গিয়ে শেষ হয় এরপরজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সকাল১০টায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শিশু-কিশোর পরিষদ এর সাধারণ সম্পাদক রেজাউল করীম আলামিনের সঞ্চালনায় ও ইমরান তাহীররে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রেজবি উল কবির। বিশেষ অতিথি ভক্তাব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল আহসান, শিক্ষা ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক নূরে আলম সুমন, উপজেলা যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু জোমাদ্দার, তালতলী উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান টুকু, উপজেলা ছাত্রলীগে সাবেক সাধারণ সম্পাদক মিরাজ জোমাদ্দার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচএম মিনহাজুল আবেদিন মিঠু সহ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ তালতলী উপজেলা শাখার নেতৃবৃন্দ।
|