বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে ১৫০ জন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ
|
![]() নিজস্ব প্রতিবেদকঃ মুজিববর্ষ উপলক্ষে জেলা প্রশাসন বরিশাল কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে তারই ধারাবাহিকতায় আজ ২৪ আগস্ট সোমবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসক বরিশাল এর আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন অধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বরিশাল কর্তৃক জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বরিশাল জেলায় ১৫০ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বরিশালের কনসালট্যান্ট ডা. মননুজা রহমানসহ আরও অনেক উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক বলেন, প্রতিবন্ধীরা আমাদের পরিবারের একটি অংশ মুজিববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচির গ্রহণ করা হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলাম।
|