শ্রীপুরে দুই ডাকাত আটক
|
![]() শ্রীপুর(গাজীপুর সদর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের দেওয়ানেরচালা গ্রামে ডাকাতির প্রস্তুতি কালে জনতার হাতে আটক হয়েছে দুই ডাকাত। শনিবার (১৯ই ফেব্রুয়ারী) ভোর রাতে তাদের আটক করা হয়। এসময় তাদের দুই সহযোগী পালিয়ে যায়। পরে ওই দুই ডাকাতকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিক-আপ জব্দ করেছে পুলিশ। আটককৃতরা হলেন,ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার উদন গ্রামের আবুল কালামের ছেলে নাইম (২২)ও একই জেলার ভালুকা উপজেলার মোস্তফার ছেলে ইয়াসিন (২৫)। বাজারের নিরাপত্তা প্রহরী মোফাজ্জল হোসেন জানান, শনিবার রাতে উপজেলার দেওয়ানের চালা মোড়ের দোকানপাটের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। ভোর রাতে একটি পিক আপ মোড়ের সামনে নিরিবিলি জায়গায় দাঁড়ানো ছিল, এসময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা বিষয়টি তাকে জানায়। তিনি একটি ট্রাক দিয়ে সড়কে ব্যারিকেড তৈরি করে পিক আপসহ তাদের আটক করে। এ সময় পিক আপে থাকা আরোও দুজন পালিয়ে যায়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজাহারুল ইসলাম বলেন, তাদের কাছ থেকে তালা ভাঙ্গার কাটার, রামদাসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। আটককৃতদের নামে থানায় ডাকাতির প্রস্তুতির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ৭ দিনের রিমান্ড চেয়ে তাদেরকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |