খানসামায় শীতার্তদের মাঝে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কম্বল বিতরণ
|
![]()
মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলায় শীতার্ত মানুষের মাঝে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শেখ হাসিনার উপহার শীতবস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে শীতার্ত মানুষের মাঝে শেখ হাসিনার উপহার শীতবস্ত্র বিতরণ করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ বক্তব্যকালে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে স্বেচ্ছাসেবক লীগের পথচলা। তিনি এই জনপদের মানুষের জন্য উপহার হিসেবে শীতবস্ত্র পাঠিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা অসহায় মানুষের জন্য, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা সহ অসংখ্য সেবা কার্যক্রম অব্যাহত রেখেছেন। তিনি সকলের নিকট প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সু স্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া চান। এসময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এ্যাড. শামীম শাহরিয়ারের সভাপতিত্বে ও দিনাজপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. হাজী মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কৃষিবিদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বরদা ভূষণ রায় লিটন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল কাফী, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফারুকুজাজামান চৌধুরী মাইকেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহমেদ শাহ্, সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন ও আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শামসুর রহমান পারভেজ, কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য আবু হোসেন বিপু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাকেশ গুহ প্রমুখ। |
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |