রাবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি
|
![]() রাবি প্রতিনিধি: আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) প্রশাসন। মঙ্গলবার(১৫ ফেব্রুয়ারি) দুপুরে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অফিসসমূহ পুনরায় রবিবার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে। উল্লেখ্য, ২১ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রনালয় শিক্ষাপ্রতিষ্ঠান ১৪ দিন বন্ধ রাখার নির্দেশ দেয়। সেদিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয় সীমিত পরিসরে খোলা রেখে সশরীরে পাঠদান ৬ ফেব্রুয়ারী পর্যন্ত বন্ধের ঘোষণা দেওয়া হয়। দ্বিতীয় ধাপে বন্ধ আরও ১৫ দিন বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
|