খানসামায় ভালবাসা দিবসে অপরাজেয় ঐক্যের শীতার্তদের জন্য উষ্ণ ভালবাসা
|
![]() মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল দিনাজপুরের খানসামা উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ব্যাচের বন্ধু-বান্ধবদের সংগঠন অপরাজেয় ঐক্য। তারা অর্থ সংগ্রহ করে ভালবাসা দিবসে প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের শারীরিক খোঁজ খবর নিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে কম্বল বিতরণ করেন।
১৪ ফেব্রুয়ারী সোমবার ভালবাসা দিবসের দিনে সকাল ১০ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের জমিদারনগর ও রিফুজি পাড়া, ভান্ডারদহ গ্রামের বকুলতলা, বালাপাড়া গ্রামের বাউরাপাড়া এবং ভেড়ভেড়ী গ্রামে প্রায় শতাধিক শীতার্ত পরিবারে উষ্ণ ভালবাসার কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অপরাজেয় ঐক্যের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারন সম্পাদক সোহাগ ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক তন্ময়ী রায় তুলি, কোষাধ্যক্ষ সম্পাদক প্রান্ত কুমার রায়, সদস্য ইশরাত জাহান রেমি, শীমা, সামিরা, তাসলিমা, কথা তলাপাত্র প্রমুখ।
তন্ময়ী রায় তুলি বলেন, আমরা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষদের সঙ্গে কথা বলেছি, তাদের অবস্থা দেখেছি।আমাদের গ্রুপের সবার ভালবাসা সংগ্রহ করে এতদূর এসেছি শীতার্ত মানুষদের মাঝে আমাদের উষ্ণ ভালবাসা ছড়িয়ে দিতে। আগামীতেও আমরা সব বন্ধুরা এগিয়ে আসব।
|