এমপি শাহে আলমের আরও একটি উন্নয়ন দৃশ্যমান হচ্ছে
|
![]() রাহাদ সুমন,,বিশেষ প্রতিনিধি:-
বরিশালের বানারীপাড়া উপজেলার ঐতিহ্যবাহী লঞ্চ টার্মিনাল নাবত্যা সংকটে পড়েছে। ফলে ঢাকা-হুলারহাটগামী লঞ্চ সন্ধ্যা নদীর মাঝ বরাবরে নোঙর করে, পরে ছোট ট্রলার দিয়ে ঝুঁকি নিয়ে
যাত্রী ওঠা-নামা করছে। আর এতে চরম দূর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। ফলে জরুরী ভিত্তিতে নৌ টার্মিনালটি স্থানান্তরিত করা দরকার হয়ে পড়ে। স্থানীয়দের এমন দাবী ছিলো বরিশাল-২ আসনের জনবান্ধব সংসদ সদস্য মো. শাহে আলমের কাছে। এ
দাবীর পড়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম এমপি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেন।
নাব্যতা সংকট থেকে উত্তরনের জন্য রবিবার (১৩ফেব্রুয়ারী) বিকালে বিআইডব্লিউটি’র বরিশালের নির্বাহী প্রকৌশলীসহ উর্ধ্বতন কর্তৃপক্ষ বানারীপাড়ায় এসে উন্নয়নের রূপকার মো.শাহে আলমকে নিয়ে ঘটনাস্থল সন্ধ্যানদী পরিদর্শন করেন। এসময় তারা নদীর মাঝখানে নোঙ্গর করা ঢাকাগামী লঞ্চে ঝুঁকি নিয়ে
যাত্রীদের ওঠার দৃশ্য অবলোপন করেন।
আগামী বুধবার থেকে দূর্ভোগ লাগবের জন্য কাজ শুরু করবেন বলে বিআইডব্লিউটিএ’র নির্বাহী মোঃ প্রকৌশলী মোঃ মামুনুর রশিদ আশ্বস্থ করেন। তিনি জানান নদীর নাব্যতা সংকট দূরীকরণে ড্রেজিং করা ও টার্মিনাল স্থানান্তর করা হবে।
|