বন্যপ্রাণী সংরক্ষণ অ্যাসোসিয়েশন বরগুনার নীতিনির্ধারণী পর্যায় মতবিনিময় সভা
|
![]() বরগুনা প্রতিনিধি :- “বন্যপ্রাণী আমাদের সম্পদ, সংরক্ষণের দায়িত্ব ও আমাদের ” এই শ্লোগানকে সামনে রেখে ওয়াইল্ডলাইফ কনজারভেশন অ্যাসোসিয়েশন অফ বরগুনার নবগঠিত কমিটির নীতিনির্ধারণী পর্যায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩ টায় বরগুনা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে জেলার স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ ও অপরাধ দমনে গঠিত ওয়াইল্ডলাইফ কনজারভেশন অ্যাসোসিয়েশন অফ বরগুনার সভাপতি অলি আহমেদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক। অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ সজিব হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের জুনিয়র ওয়াইল্ডলাইফ অফিসার মোঃ বাইজিত বোস্তামীর, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ রেদওয়ান আকন, সহ-সভাপতি মোঃ হাসিবুর রহমান, মোঃ শহিদুজ্জামান,মোঃ আকিল আহমেদ। সভায় জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ উপাদান বন্যপ্রাণী সংরক্ষণে সামাজিক সচেতনতা বৃদ্ধি, বন্যপ্রাণী অপরাধ দমন আইন-২০১২ জনসাধারণকে অবহিতকরণে নানা কর্মসূচি নীতিগতভাবে সিদ্ধান্ত নেয়। ওয়াইল্ডলাইফ কনজারভেশন অ্যাসোসিয়েশন অফ বরগুনার সভাপতি অলি আহমেদ বলেন, সবার সহযোগিতা ও সহমর্মিতা ভালোবাসা পেলে পরিবেশের ভারসাম্য রক্ষাকারী বন্যপ্রাণী সংরক্ষণ হবে। এসময় অ্যাসোসিয়েশন অফ বরগুনা’র কার্যক্রম গতিশীল করার লক্ষ্য মতামত দেন যুগ্ম সাধারণ সম্পাদক শুভজিৎ রায়, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ কাওছার হোসেন, কার্যকরি সদস্য হৃদয় দাস, মোঃ জহিরুল ইসলাম।
|