খানসামায় কালব এর ঋণ না নিয়েও ঋণখেলাপী করার অভিযোগঃ কর্তৃপক্ষের তদন্ত কমিটি গঠন
|
![]() মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ থেকে ঋণ গ্রহণ না করেও এক শিক্ষককে ঋণখেলাপী অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পশ্চিম বাসুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হায়াৎ মোঃ নুর ক্রেডিট ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ করেন। অপরদিকে অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, খানসামা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ হতে ঋণ গ্রহন করে তা পরিশোধ না করায় পশ্চিম বাসুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হায়াৎ মোঃ নুরকে ঋণখেলাপী ঘোষণা করে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রচার করা হয়েছে। তা দেখে তিনি কর্তৃপক্ষের নিকট ঋণ না নিয়েও কিভাবে ঋণখেলাপী হলেন তার জবাব ও মানহানিকর অবস্থার প্রতিকার চেয়েছেন। খানসামা উপজেলা কালব লিঃ এর ব্যবস্থাপক মোঃ মোস্তাকিম জানান, তিনি সত্যিই একজন ঋণ খেলাপী। আমাদের অফিস থেকে তিনি ঋণ গ্রহন করে কয়েকটি কিস্তিও দিয়েছেন। বর্তমানে সুদ-আসলে মোট ২ লাখ ৬১৪ টাকা পাই। যার কাগজ-পত্র সম্পূর্ণ আমাদের কাছে রয়েছে। তারপরও ব্যবস্থাপনা কমিটি বিষয়টি আলোচনা সাপেক্ষে গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছেন। |
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |