খানসামায় ১৮ শিক্ষক-কর্মচারীকে ঋণখেলাপীর দায়ে ক্রেডিট ইউনিয়নের মামলার প্রস্তুতি
|
![]() মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার ১৮ শিক্ষক- কর্মচারীকে ঋণখেলাপীর অপরাধে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ লিগ্যাল নোটিশের পর মামলার প্রস্তুতি নিয়েছেন। এই ১৮ জনের কাছে মোট ৫৪ হাজার ৬০ হাজার ৪৭৫ টাকা ঋণখেলাপী রয়েছে।
সূত্র জানায়, খানসামা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২০ জন শিক্ষক-কর্মচারীর ঋণখেলাপী হওয়ায় টাকা পরিশোধের জন্য ১৫ দিনের সময় বেঁধে দিয়ে লিগ্যাল নোটিশ করা হয়। এরপর ২ জন শিক্ষক অফিসে এসে তা পরিশোধ করেন। বাকি ১৮ জন শিক্ষক লিগ্যাল নোটিশকে তোয়াক্কা না করায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। এদের মধ্যে বাসুলী দাখিল মাদ্রাসার সুপার আঃ বারী শামছুদ্দিনের ৩,৭৮,০৭৮ টাকা, চক সাকোয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহিদুল ইসলামের ৩,০২,৫১২ টাকা, সহকারী প্রধান শিক্ষক জুলফিকার রহমানের ২,২০,২২১ টাকা ও সহঃ শিক্ষক সুকুমার রায়ের ১,৯৭,৩১৮ টাকা, খানসামা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহঃ শিক্ষক মিসেস রুবি আক্তারের ৭৬,৫২৮ টাকা, শাপলা গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আবেদুর রহমানের ৬,০০,২১৮ টাকা, সহজপুর দাখিল মাদ্রাসার সহঃ সুপার রবিউল ইসলামের ২,০৪,৪৪৫ টাকা ও সহঃ শিক্ষক সৈয়দ সাঈদ বিন আমজাদের ২,০৬,৯৬১ টাকা, ভেড়ভেড়ী কালিতলা উচ্চ বিদ্যালয়ের সহঃ শিক্ষক খগেশ্বর রায়ের ৪,১২,৯৪৫ টাকা, কাচিনীয়া স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আবু ফয়েজ মোঃ জাহেরুলের ৬,৪৩,৫৫২ টাকা, কুতুব ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহঃ শিক্ষক দীপক চন্দ্র রায়ের ২,০৮,২৫৯ টাকা, পশ্চিম বাসুলী উচ্চ বিদ্যালয়ের সহঃ শিক্ষক আবু হায়াৎ মোঃ নুরের ২,০০,৬১৪ টাকা, উত্তর ছাতিয়ানগড় উচ্চ বিদ্যালয়ের সহঃ শিক্ষক ২,২০,৬১৭ টাকা, আংগার পাড়া উচ্চ বিদ্যালয়ের সহঃ শিক্ষক আছির উদ্দিনের ১,৬৪,৮৩৬ টাকা, রামনগর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সহঃ শিক্ষক মাওলানা মাহাবুর রহমানের ৫,৯৭,৯৮০ টাকা, উত্তর নলবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহঃ শিক্ষক মহসিন আলীর ১,১১,৪৬৩ টাকা ও সহঃ শিক্ষক দুলাল চন্দ্র সরকারের ৩,৩২,২২২ টাকা এবং রামনগর দাখিল মাদ্রাসার সহঃ শিক্ষক সফিউল আলম সরকারের ৩,৮১,৭০৬ টাকা ঋণখেলাপী রয়েছে।
এ বিষয়ে উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, আমাদের বিপদের আশ্রয়স্থল খানসামা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের কার্যক্রম অব্যাহত রাখতে ঋণখেলাপী শিক্ষক- কর্মচারীদের টাকা পরিশোধের জন্য বারবার যোগাযোগ করেও তাদের কোন সাড়া পাওয়া যাচ্ছে না। কোন উপায় না পেয়ে তাদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়। এরপরও তারা সাড়া না দেওয়ায় সমিতির স্বার্থে মামলা করতে হচ্ছে। আগামী সপ্তাহেই তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
|