অবৈধ মজুদ রোধে ফুলবাড়ীতে মিল পরিদর্শনে খাদ্য অধিদপ্তরের সচিব ও মহাপরিচালক
|
![]() আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:- অবৈধ মজুদ রোধ কল্পে দিনাজপুরের ফুলবাড়ীতে আটো রাইস মিল ও সরকারী (এলএসডি) গোডাউন পরিদর্শন করে ধান ও চালের মজুদ দেখেন খাদ্য অধিদপ্তরের সচিব ও মহাপরিচালক সহ চার সদস্যের একটি পরিদর্শন টিম।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) সকাল থেকে বিকেল পর্যন্ত ফুলবাড়ী উপজেলার লাভলী অটো রাইস মিল, আমিন অটো রাইস মিলসহ (এল এস ডি) গোডাউন পরিদর্শন করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমান আরা খাতুন এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো: শাখাওয়াত হোসেন। পরিদর্শন টিমের অন্য সদস্যরা হলেন রংপুর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুস সালাম, দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মঈন উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তা। এসময় তারা উপজেলার বিভিন্ন ধান-চালের গোডাউন পরিদর্শন করেন এবং অতিরিক্ত মজুদ আছে কিনা তা খতিয়ে দেখেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মঈন উদ্দিন জানান, গোডাউনে অতিরিক্ত ধান-চাল মজুদ রেখে যাতে করে বাজারে কৃত্তিম সংকট তৈরি করতে না পারে তাই সরকারী নিদর্শনা মোতাবেক এই পরিদর্শন।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |