নওগাঁর আত্রাইয়ে বাংলা ইশারা ভাষা দিবস পালিত
|
![]() মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা সহায়ক উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম । এসময় আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, কৃষি অফিসার কে এম কাওছার হোসেন, মৎস্য অফিসার পলাশ চন্দ্র দেবনাথ, কনসালট্যান্ট ফিজিওথেরাপি মোঃ আসাদুজ্জামান, সভাপতি আত্রাই প্রেসক্লাব মোঃ রুহুল আমীন, সাংবাদিক তপন কুমার সরকার প্রমূখ।
|