পর্যটন খাতে অবদানের জন্য ২৫ ব্যক্তি ও সংগঠনকে অ্যাওয়ার্ড দিলো বিটিইএ
|
![]() পর্যটন খাতে অবদানের জন্য বাংলাদেশ ট্যুরিজম অ্যাক্সপ্লোরার্স অ্যাসেসিয়েশনের ন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড পেলো দেশের পর্যটন উন্নয়নে কাজ করা ২৫ সংগঠন ও ব্যক্তি। এবার ১১টি ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড দেয় পর্যটন নিয়ে কাজ করা সংগঠনটি। শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন করপোরেশন ভবনের ব্যানকুইট হলে বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স অ্যাসোসিয়েশনের (বিটিইএ) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও অ্যাওয়ার্ড প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগরের সভাপতিত্বে ও পরিচালক (অপারেশান) কিশোর রায়হানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবুল কালাম আব্দুল মোমেন। গেস্ট অফ ওনার হিসাবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড তুলে দেন সিভিল অ্যাভিয়েশন এন্ড ট্যুরিজম মিনিস্ট্রি স্ট্যান্ডিং কমিটির সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা-এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সদস্য এবং ট্রিয়াবের সভাপতি খবির উদ্দিন আহমেদ, টোয়াবের সিনিয়র সহ সভাপতি শিবলুল আজম কোরেশি, আটাব এর ঢাকা জোনাল মহাসচিব মোহাম্মদ জালাল উদ্দিন টিপু, বিটিইএ উপদেষ্টা জাহাঙ্গীর আলম বকুল, প্রফেসর শাহরিয়ার পারভেজ, প্রফেসর আরিফ, মিসেস ট্যুরিজম ওয়ার্ল্ড ২০১৯ চ্যাম্পিয়ান আফরিন ঐশি প্রমুখ। অ্যাওয়ার্ড অর্জনকারী ব্যক্তি ও সংগঠনগুলো হলোঃ লাইফস্টাইল ট্যুরিজমে অন্তর শোবিজ ও অপূর্ব ডটকম, ট্রান্সপোর্টে এমভি বে ওয়ান ও এমভি সান ওয়ে, আবাসনে জলতরঙ্গ রিসোর্ট ও হিলভিউ হোটেল, ডোমেস্টিক ট্যুরিজমে এভারগ্রীন ট্যুরিজম, চক্কর ট্যুর এন্ড ট্রাভেলস ও হ্যামাক ট্যুরিজম বিডি, মিডিয়ায় সাপ্তাহিক মেসেজ বাংলাদেশ ও বাংলাভিশন, প্রশিক্ষণে এনএইচটিটি ও প্রফেশনাল কুকিং একাডেমি, থিম পার্কে ফ্যান্টাসি কিংডম, ভিন্ন জগত, ইনাবাউন্ডে ট্রাভেল হাব লিমিটেড, প্যারেন্টস এভিয়েশন লিঃ অর্গানাইজেশনে কুয়াকাটা ট্যুরিজম মেনেজমেন্ট অ্যাসোসিয়েশন কুটুম, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, এফসিটিসি। এছাড়া, গাইড ক্যাটাগরিতে আশরাফুল ইসলাম, খলিলুর রহমান, ট্যুরিজম এ্ন্টারপ্রেনার্স হিসাবে ইঞ্জিনিয়ার ফেরদৌস খান, ইমরুল কায়েস লিওন অ্যাওয়ার্ড অর্জন করেন। অ্যাওয়ার্ড তুলে দেওয়ার পর পর্যটন উন্নয়নে করণীয় ও বিটিইএ’র নানান ভূমিকা তুলে ধরেন বক্তারা। পরে কেক কেটে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীও উদযাপন করা হয়। এ সময় সংগঠনের ভাইস চেয়ারম্যান জাহিদুর রহমান শাওন সহ অন্যান্য ডিরেক্টর ও সদস্যগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বার্তা প্রেরক লায়ন মিঠু ধর চৌধুরী পরিচালক মিডিয়া এন্ড কমিউনিকেশন বিটিইএ।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |