সাফারি পার্কের প্রাণী মৃত্যুর ঘটনায় গাফিলতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বন মন্ত্রী
|
![]() শ্রীপুর গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারীপার্কে এক মাসে ১১টি জেব্রা, একটি বাঘ ও সিংহের মৃত্যু ঘটনায় যদি কারো গাফিলতির প্রমাণ পাওয়া যায় তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি। রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ সুজিব সাফরীপার্ক পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ১১ টি জেব্রা, বাঘ, সিংহ মৃত্যুর ঘটনায় মন্ত্রনালয়ের পক্ষ থেকে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তাদের প্রতিবেদনের জন্য ১০ কার্য দিবস সময় বেঁধে দেয়া হয়েছে। সে তদন্ত প্রতিবেদনে কারো বিরুদ্ধে জড়িত থাকার প্রমান মেললেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও এ ঘটনার কারো ইন্দন বা কারা কারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করবে এ তদন্ত কমিটি। সুষ্ঠ তদন্তের স্বার্থে ইতিমধ্যে পার্ক ব্যবস্থাপনার সাথে জড়িত ৩ কর্মকর্তাকে পার্ক থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। এসময় মন্ত্রীর সাথে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি, গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ, একই মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব ইকবাল আবদুল্লাহ, সঞ্জয় কুমার ভৌমিক, প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী, গাজীপুর জেলা প্রশাসক মো. আনিসুর রহমান, পার্কের প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম ও পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |