কলাপাড়ায় নৌ-বাহিনী অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেছে আসহায় ২০০ পরিবারের মাঝে।
|
![]() মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নভেল করোনা ভাইরাসের কারনে আসহায় ২০০ পরিবারের মাঝে বৃহস্পতিবার দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নের নির্মানাধীন বাংলাদেশ নৌ বাহিনীর শের-ই-বাংলা নৌ ঘাটি চত্বরে খাদ্য ও অর্থ বিতরন করা হয়েছে। কমান্ডার খুলনা নেভাল অঞ্চল কর্তৃপক্ষের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন,কমান্ডার খুলনা নেভাল এরিয়া রিয়ার এডমিরাল মো. মুসা,শের -ই বাংলা নৌবাহিনীর ঘাটির অধিনায়ক ক্যাপটেন এম মহব্বত আলী এবং শের-ই-বাংলা নৌঘাটির উর্ধ্বতন কর্মকর্তাগন। উপজেলার লালুয়া ইউনিয়নের ১ নং ও ৩ নং ওয়ার্ডের দুই শতাধিক পরিবারের প্রত্যেককে ৬ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি তেল, ১ কেজি লবন ও ৫শ’ টাকা করে প্রদান করা হয়।
|