মেহেন্দিগঞ্জে পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
|
![]() মোঃ ইব্রাহীম মুন্সী মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ধুলিয়া মধ্যের চর এবং দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের বামনের চর এলাকায় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সদর ইউনিয়নের ধুলিয়া মধ্যের চর গ্রামের মনির মাতব্বরের শিশু কন্যা আসফিয়া (৪) বাড়ির পাশের একটি ডোবায় কোনো এক সময় সবার অজান্তে পড়ে ডুবে যায়। দুপুরে শিশুটি ভেসে উঠলে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। অপর দিকে দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের বামনের চর গ্রামের মাইদুল ইসলামের শিশু পুত্র ফারহান (৫) মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের মাঠখোলার কালীতলা এলাকায় নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে ডুবে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে বিকেল ৫ টার দিকে মেহেন্দিগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষনা করেন। উলেখ্য, বৈরি আবহাওয়া, অতি বৃষ্টি, সাগরে লঘুচাপ এবং অমাবশ্যার কারনে মেহেন্দিগঞ্জের বিভিন্ন এলাকায় জোয়ারের পানি ঢুকে পুকুর ডোবাগুলো পানিতে থৈ থৈ করছে। এর ফলে শিশুদের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর ধারনা করেণ।
|