এলোমেলো ভাবনা – ৬ আসমা আফরোজ
|
![]() পৃথীবিতে মানুষ যখন জন্ম গ্রহন করে তখন তার প্রাপ্তির খাতাটা শুন্য থাকে…কেউ মহৎ বা নিকৃষ্ট হয়ে জন্মায় না… সবাই নিষ্পাপ হয়ে জন্মায়…তারপর যখন সে বুঝতে শিখে তখন সে একে অপরের থেকে আলাদা হয়ে যায়…কেউ হয় নজরুল কেউ রবি ঠাকুর আবার কেউ মাদার তেরেসা…তবে তারা শিশু বয়সে যেমনটা ছিল তুমি আমিও হয়তো ওমনটাই ছিলাম কিন্তু আজ তারা মহৎ হিসেবে মানুষের অন্তরে জায়গা করে নিল আর আমরা… ? অন্ধকারেই রয়ে গেলাম … কেন জানো… ? আমরা অলস বলে… বিশ্বাস কর তুমিও হয়তো একদিন এদেরকে অতিক্রম করতে পারবে…শুধু তোমার নিজের উপর বিশ্বাস রেখে ঠান্ডা মাথায় কাজ করতে হবে…তুমি তাদের অনুসরন করলে তাদের অতিক্রম করতে পারবে না… তাদের কে অতিক্রম করতে চাইলে তোমার নিজের পথে হাটতে হবে,, নিজেকে খুজতে হবে…তুমি কি ভালো পারো তা তুমিই ভালো জানো…তোমার সফলতার পিছনে যদি কেউ বাধা হয়ে দ্বারায় তবে সে আর কেউ নয়, তুমি নিজেই…তুমি যদি একবার ব্যর্থ হও হতাশ হইও না…আল্লাহর উপর বিশ্বাস রেখে আবার চেষ্টা করে যাও। দেখবে একদিন সফলতা আপনা থেকেই এসে ধরা দিবে…নিজের উপর বিশ্বাস রেখে কাজ কর, দেখবে সব ঠিক হয়ে যাবে…তোমার সম্পর্কে কে কি ভাবছে বা কি বলছে সেদিকে খেয়াল রাখতে হবে না…যে যা পারে বলুক। তাদের কথা কান দিও না। রাগ কর না। সব সময় নির্ভার থাকো…সমাজে অনেক লোক আছে যারা অন্যের সফলতা কে সহ্য করতে পারে না। অপরকে খুশি দেখলে এরা দুঃখ অনুভব করে …তাদের প্রতি ইতিবাচক দৃষ্টি ভঙ্গিতে তাকাও …কেউ কোন ভুল ধরলে তার উপর রাগ কর না…সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে দু মিনিট ভাব …প্রয়োজনে আশেপাশের দু চারজনের থেকে পরামর্শ নাও…তারপর যেটা তোমার কাছে সঠিক মনে হয় সেই সিদ্ধান্ত গ্রহন কর …মনে রেখো তুমি একটা ভালো কাজ করলে সেখানে তিন শ্রেনীর লোক দেখতে পাবে…একদল তোমাকে সাপোর্ট দিবে… একদল তোমার কাজের সমালোচনা করবে… আর একদল শুধু তাকিয়ে দেখবে কিছু বলবে না… তেমনি একটি খারাপ কাজ করলে সেখানে ওই তিন শ্রেনীর লোকেই পাবে… প্রথমে যারা তোমাকে সাপোর্ট দিয়েছিল এখন তারা সমালোচনা করবে আর যারা আগে সমালোচনা করেছিল তারা সাপোর্ট দিবে.. অন্য শ্রেনীর কোন পরিবর্তন নাই এরা শুধু দেখবেই… মনে রেখো, ” পৃথিবীটা সুউচ্চ পর্বতের মতন, এখানে প্রতিধ্বনি নির্ভর করে তোমার উপরেই। তুমি যদি ভালো কিছুর জন্য চিৎকার করো, পৃথিবীও তোমাকে তেমন প্রতিদান দিবে। তুমি যদি খারাপ কথা বলে চিৎকার দাও, সে তোমাকে তেমনই ফেরত দিবে। কেউ যদি তোমার সম্পর্কে খারাপ কিছু বলে, তাদের সম্পর্কে ভালো কথা বলো। পৃথিবীকে বদলে দিতে তোমার হৃদয়কে বদলে দাও…” সুতরাং কোন কাজ করার আগে ভাবো ,,কাজ শুরু করার পর আর নতুন করে ভাবতে যেও না… সামনে চলতে থাকো,, পিছু ফিরে তাকিও না… ফিরে তাকানোর মানে হলো তুমি সফলতা থেকে কিছুটা দুরে যাচ্ছো!!
|