বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত
|
![]() আবু মুসা স্টাফ রিপোর্টারঃ নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। তবে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কভিড-১৯) কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে এ স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা চেয়ারম্যান তার দলীয় কার্যলয়ের সামনে কর্মসূচির মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। সকাল ৯ টায় উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া সাবেক মেম্বার আব্দুস সোবাহানসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সেখানে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গতকাল বাদ জুম্মা বিভিন্ন মসজিদ মন্দিরে গীর্জায় বিশেষ দোয়া ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।দোয়া অনুষ্ঠানে ১৯৭৫ এর ১৫ ই আগষ্ট দেশের শত্রু পথ ভ্রষ্ট সেনা সদস্যদের গুলিতে নিহত বঙ্গবন্ধু ও নিহত পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কমনা করা হয়। তৎপরবর্তিতে উপজেলা হলরুমে জাতীয় শোক দিবসের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।
|