শেরপুরে ৪র্থ শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু
|
![]() বগুড়া প্রতিনিধি প্রকাশ্যে নেই কোন কলহ বিবাদ। তারপরে নিজ ঘরে থেকেই ৪র্থ শ্রেনীর ছাত্রী জেসমিন আক্তার(১০)এর রহস্যজনক মৃত্যু হওয়া মরদেহ করেছে থানা পুলিশ। ঘটনাটি ১৪ আগস্ট শুক্রবার বেলা ১১টার দিকে বগুড়ার শেরপুর পৌর শহরের নয়াপাড়া এলাকায় ঘটেছে। মৃত জেসমিন নয়াপাড়ার শহিদুল ইসলামের মেয়ে। এ ঘটনায় থানা পুলিশ ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছেন। জানা যায়, শেরপুর পৌর শহরের নয়াপাড়ার শহিদুল ইসলামের ১০ বছর বয়সী মেয়ে জেসমিন আক্তার ১৪ আগস্ট শুক্রবার সকাল ৮টার দিকে পাশর্^বতী পুকুরে গোসল করতে চায়। এতে নিষেধ করলে সে ঘরের মধ্যে যায়। পরে বেলা ১১টার দিকে ওই ছাত্রী জেসমিনকে মৃত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। বিষয়টি জানাজানি হলে থানা পুলিশ ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে। তবে কি কারণে মারা যেতে পারে তার সঠিক কারণ জানা যায়নি। মৃত জেসমিন শেরপুর পৌর সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী বলে জানা গেছে। এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল কালাম আজাদ বলেন, ওই ছাত্রীর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে ময়নাতদন্ত রিপোর্ট আসলেই বুঝা যাবে।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |