দুর্গাপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
|
![]() রিফাত আহমেদ রাসেল নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার দুপুরে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে কেক কাটার মধ্য দিয়ে দিনটি শুভ সূচনা হয়। সংগঠনটি উপজেলা শাখার আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সহ সংসদ সন্তান কমান্ডের শতাধিক নেতাকর্মীর অংশ নেন। পরে এক আলোচনা সভায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা সভাপতি আনিসুল হক সুমনের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা জব্বর আলী মাল, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কুল্লাগড়া ইউনিয়ন সভাপতি মোঃ কাজিম উদ্দিন, সদর ইউনিয়ন সভাপতি সবুজ মিয়া, গাঁওকান্দিয়া ইউনিয়ন সভাপতি সোহেল মিয়া, বাকলজোড়া ইউনিয়ন সভাপতি সুজন শর্মা, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান প্রমুখ। এই সময় তারা বলেন, ৭১রে এদেশের দামাল সন্তানেরা জীবনবাজি রেখে পাকবাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এদেশ স্বাধীন করেছিলেন। অথচ স্বাধীনতার ৫০ বছরে এসেও এখনো নানা ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা সহ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরা নানারকম বিরম্বনায় দিন পার করতে হয়। অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়েও সুবিচার না পেয়ে উল্টো হেনস্থার শিকার হতে হয়। আমরা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রতিটি সদস্য বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও তাদের পরিবারের ন্যায্য অধিকার নিশ্চিত করা করা এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের হাতকে শক্তিশালী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সর্বদা অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছি।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |