ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম করোনায় আক্রান্ত
|
![]() মোঃ আরিফুজ্জামান জনি দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে বলে জানানো হয়। ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ আহম্মেদ জানান, গলা ব্যথা ও সর্দি কাশি সহ করোনা ভাইরাসের অন্যান্য উপসর্গ থাকায় গত বুধবার দুপুরে ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম এর নমুনা সংগ্রহ করে তা পরিক্ষার জন্য দিনাজপুর এম. রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার তার নমুনা পরিক্ষার রিপোর্ট আসলে তাকে করোনা পজিটিভ শনাক্ত পাওয়া যায়। উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম জানান গত কয়েক দিন থেকে গলা ব্যথা ও সর্দি কাশি সহ করোনার উপসর্গ দেখা দেয়। গত বুধবার করোনা পরিক্ষার জন্য নমুনা দেন। এর পর থেকেই তিনি বাড়িতেই ছিলেন। এখন তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন
|