রাজিবপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার এখনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ
|
![]() রাইসুল ইসলাম ফুল রাজিবপুর কুড়িগ্রাম প্রতিনিধিঃ ঘটনার ২৮ দিন গত হয়ে গেলেও কোন ব্যবস্থা নেয়নি উর্দ্ধতন কর্তৃপক্ষ। স্বপদে বহাল থেকে আগের মতোই দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছে ওই ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল সালাম মণ্ডল। ফলে এলাকার সচেতন মহলে প্রশাসনের প্রতি নেতিবাচক মনোভাব দেখা দিয়েছে। ভুক্তভোগী ও সচেতন মহলের ধারণা মোটা অংকের টাকার বিনিময়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে ম্যানেজ করেছেন দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা আব্দুল সালাম মণ্ডল। উল্লেখ্য গত ৯ জুলাই খাজনা আদায় কালে রাজিবপুর সদর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল সালাম মন্ডল এক ব্যক্তির কাছ থেকে দুইটি দাখিলার মাধ্যমে ১০০০ টাকা করে মোট ২০০০টাকা আদায় করেন। কিন্তু ১৬৭ টাকা করে পৃথক দুটি দাখিলা দেওয়া হয় ওই ব্যক্তিকে। এই দুর্নীতির ঘটনা ওই দিনই জাগো বাংলা টেলিভিশন, উর্মি বাংলা প্রতিদিন পত্রিকা সহ কয়েকটি পত্রিকায় প্রকাশ পায়। কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে আজও কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। ফলে আগের মতোই দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে প্রতারণা বাণিজ্য চালিয়ে যাচ্ছে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল সালাম মণ্ডল। এব্যাপারে রাজিবপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোঃ গোলাম ফেরদৌস সাংবাদিকদের জানান তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
|