থেমে নেই ত্রাণ কার্যক্রম করোনা সম্মুখযোদ্ধা বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যানের
|
![]() আবু মুসা স্টাফ রিপোর্টারঃ থেমে নেই ত্রাণ কার্যক্রম প্রথম শারির করোনা সন্মুখ যোদ্ধা নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমানের। করোনা বাংলাদেশে প্রাদুর্ভাব পর থেকে তার নিরলসভাবে বড়াইগ্রাম উপজেলার সাধারন মানুষের পাশে আছেন এই যোদ্ধা। এখনও আছে এবং যতদিন বেচেঁ থাকবে ততদিন এই উপজেলার সকল নাগরিকের পাশে থাকার কথা বলেন এই উপজেলা চেয়ারম্যান। তিনি এই প্রতিবেদককে জানান, এই দুর্যোগ সময়ে আমি মানুষের পাশে থেকে যতটুকু পেরেছি ত্রান সামগ্রী দিয়েছি।সরকারি সহ নিজের ব্যক্তি উদ্যোগে দিয়েই গেছি। গত ১৭ই জুলাই নমুনা দেওয়ার পরে ২৬ জুলাই পজেটিভ আসে।বর্তমানে আমি নিজে স্ব- ইচ্ছায় বাড়িতেই হোম কোয়ারিন্টনে রয়েছি।তারপরও আমি আমার নেতা কর্মীদের দিয়ে বৃষ্টিতে প্লাবিত এবং বন্যা আক্রান্ত বড়াইগ্রামে বিভিন্ন গ্রামের বন্যা দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। আমার একটা দাবি উর্ধতন কর্মকর্তার কাছে নাটোরে একটি পিসিআর ল্যাব স্থাপনের। তিনি আরো বলেন,বড়াইগ্রাম উপজেলা বাসীর দোয়া ও ভালোবাসায় এখন পর্যন্ত সুস্থ আছি। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেনো দ্রুত সুস্থ হয়ে আবারও আমার প্রাণের বড়াইগ্রাম বাসীর সুখে দুখে থাকতে পারি। এবং আমার ব্যক্তি উদ্যোগে ত্রানের কার্যক্রম আরো বেশি এগিয়ে নিয়ে যেতে পারি।
|