আবারো পুরো ঈদবোনাস নিয়ে এতিম অসহায় ও ছিন্নমূল শিশুদের পাশে শিক্ষক আসমা আফরোজ
|
![]() নিউজ ডেস্ক| বরিশাল প্রেস |
করোনায় গৃহবন্দী কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন বৈরাগীরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আসমা আফরোজ । তিনি বৈরাগীরচালা জিপিএস এর সহকারী শিক্ষিকা ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির শ্রীপুর পৌরসভার সভানেত্রী।এবং বাংলাদেশ স্কাউটস শ্রীপুর শাখার সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে চলছেন।তাছাড়া ও গাজীপুর জেলা আ্যম্বাসেডর (শিক্ষা) হিসেবে শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। কিছু সময় ( দিন) আগে দেশের এ ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে তিনি তার সামর্থ্য অনুযায়ী এক মাসের বেতন দিয়ে অসহায়ের পাশে দাড়িয়েছিলেন। রমজানের ইদে ও তিনি পুরো ঈদবোনাসের টাকা দিয়ে এতিম অসহায় শিশুদের পাশে দাঁড়িয়েছেন। তিনি মনে করেন, যদি সবাই তার সামর্থ অনুসারে নিজ নিজ অবস্থান থেকে এতিম, অসহায় ছিন্নমুল শিশুদের পাশে এসে দাড়ায়,তবে একটা শিশু ও অভুক্ত থাকবেনা। আসমা আফরোজ বলেন দেশের প্রতিটি শিশু ই আমদের সন্তান। আমাদের সন্তানের ভালো র জন্যই আমাদের যত পরিকল্পনা। যে কোন বৈরী পরিস্থিতিতে বেশী যত্ন নেয়া প্রযোজন আমদের সন্তানদের। কেননা ওরাই আমাদের স্বপ্ন ওরাই আমদের ভবিষ্যত। ওদের ভালো রাখার দায়িত্ব আমাদের। অবসান হউক বৈষম্যের। সব শিশুরা ভালো থাকবে ভালো থাকবে ওরা ও। ত্যাগের মহিমায় আবারও এল কুরবানীর ইদ।এই মহান হৃদয়ের অধিকারী আবারও তার ইদ বোনাসের টাকা তুলে দেন সেই সব অস্বচ্ছল পরিবারের শিশুদের হাতে। তারা ও যেন ইদের দিনে মাংস পোলাও খেতে পারে। ওনার ভাবনা কে আমরা ছড়িয়ে দিতে চাই। তিনি আহবান জানান , আসুন আমরা আমাদের আশেপাশের অসহায় অস্বচ্ছল শিশু দের প্রতি মনোযোগী হই।তাদের চাহিদা পুরণে অংশ গ্রহন করি। তিনি সবশেষে এভাবেই তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন ঈদ আবার আসবে। ততদিনে করোনামুক্ত মানবতা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। ঈদের চাঁদ দেখে শিশুরা হাসবে। পাখি গান গাইবে। সন্ধ্যার আকাশে লালিমা ফুটবে। ঈদগাহে আবার মিলিত প্রাণের ঢল নামবে। ধনী-গরিব নির্বিশেষে মানুষ আবার নামাজ শেষে কোলাকুলি করবে। একসঙ্গে বসে উৎসবের খাওয়া খাবে- এই মুক্ত মানবতার সম্ভাবনার কথা মনে রেখে এই তমসার দিনে সবাইকে জানাই খুশির ঈদের শুভেচ্ছা, অভিনন্দন। ঈদ মোবারক, স্যার।
ঈদ মোবারক।
|