ওয়াল্টন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা বিজয়ী হয়েছেন চাটমোহরের সন্তান সোহেল রানা
|
![]() মোঃ আব্দুল আজিজ, (পাবনা) প্রতিনিধি
পাবনা, চাটমোহর পৌর সদরের মেসার্স কাওসার ইলেক্ট্রোনিক্স থেকে ওয়াল্টন ব্র্যান্ডের একটি ফ্রিজ কিনে নগদ ১০ লাখ টাকা বিজয়ী হয়েছেন চাটমোহরের সন্তান সোহেল রানা। বিজয়ী সোহেল রানা চাটমোহর উপজেলার বরদানগর দক্ষিণপাড়া গ্রামের মো: মোক্তার হোসেনের ছেলে। সে রাজধানীর তিতুমীর কলেজে সেমিনার সহকারি কাম কম্পিউটার অপারেটার পদে (চুক্তিভিত্তিক) কর্মরত। জানা গেছে, মো: সোহেল রানা গত ২১ জুলাই চাটমোহর পৌর সদরের বাসস্ট্যান্ড রোডে অবস্থিত মেসার্স কাওসার ইলেক্ট্রোনিক্স থেকে ২৫০ লিটার ধারণ ক্ষমতার একটি ফ্রিজ ক্রয় করেন। বর্তমানে ওয়াল্টন কোম্পানী ঘোষিত লাখপতি অফার চলমান থাকায় সোহেল রানা প্রাপ্ত কূপন মোবাইল এসএমএস করেন। ওয়াল্টন কোম্পানী ফিরতি মোবাইল এসএমএস-এ তিনি নগদ ১০ লাখ টাকা লাভ করেছেন মর্মে সোহেল রানাকে নিশ্চিত করা হয়। গত কাল ২৯ জুলাই বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সৌভাগ্যবান সোহেল রানা’র হাতে ওয়াল্টন কোম্পানী প্রদত্ত গিফট্ ড্রাফট্ তুলে দেন চাটমোহর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুল হামিদ মাস্টার। এ সময় অতিথি হিসেবে চাটমোহর পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মো: আব্দুল মুতালিব এবং ওয়াল্টন কোম্পানীর পক্ষে সহকারি এলাকা ব্যবস্থাপক হাসিব চৌধুরী, মেসার্স কাওসার ইলেক্ট্রোনিক্সের পরিচালক মো: কাওসার রহমান উপস্থিত ছিলেন। উপহারের টাকা দিয়ে কি করবেন? এমন প্রশ্নের জবাবে মো: সোহেল রানা জানান, ‘প্রাপ্ত টাকার একটি অংশ দিয়ে ঘর-বাড়ি মেরামত এবং অবশিষ্ট টাকায় মাঠে জমিজমা রাখার ইচ্ছা রয়েছে।’ মেসার্স কাওসার ইলেক্ট্রোনিক্স-এর পরিচালক মো: কাওসার রহমান বলেন, ‘অতীতে একটি ফ্রিক কিনে ফ্রিতে আরও একটি ফ্রিজ, নগদ মূল্যছাড় সহ অনেক গ্রাহক হরেক রকম উপহার সামগ্রী লাভ করলেও নগদ ১০ লাখ টাকা পাওয়ার ঘটনা পাবনা জেলায় এটাই প্রথম। আমার ব্যবসা প্রতিষ্ঠানের একজন গ্রাহক এতো বড় উপহার পাওয়ায় আমি খুবই আনন্দিত। ওয়াল্টন পণ্য ক্রয়ের মাধ্যমে সম্মানিত গ্রাহকেরা আরও পুরস্কৃত হোক, এটাই আমার প্রত্যাশা।’
|