এলোমেলো ভাবনা -১ আসমা আফরোজ
|
![]() একটিমাত্র ইট দিয়ে যেমন কখনোই একটি প্রাচীর বা দেয়ালকে পুরোপুরি তৈরী করা সম্ভব নয়, ঠিক তেমনি একখন্ড কাঠ দিয়ে একটা নৌকা কিংবা কয়েক টুকরো কংক্রিট দিয়ে কখনোই একটি সেতু তৈরী করা যাবে না।কিন্তু যদি একের সাথে দুই কিংবা দুই থেকে চার আর এভাবে সংখ্যাটা হাজার থেকে লাখে ছাড়িয়ে নেওয়া যায়,তাহলে?? হয়তো প্রাচীর,নৌকা, সেতু সবকিছুই তৈরী করে দেখানো সম্ভব।ঠিক একইভাবে, আমাদের ব্যক্তিগত জীবনেও বড় কিছু অর্জন করতে চাইলে শুধুমাত্র ক্ষুদ্র ক্ষুদ্র দুই একটা প্রচেষ্টা আর অল্পসল্প একটু ইচ্ছে-শক্তির দ্বারা কিছুই করা সম্ভব নয়।যদি সত্যিই আপনার নিজেকে সাফল্যের শীর্ষে কোথাও দেখতে চান,সবার থেকে আলাদা যায়গায় নিজের অবস্থানের কথা চিন্তা করতে চান তাহলে আপনাকে হতে হবে প্রচন্ড ত্যাগী ও আপনার প্রচেষ্টাগুলো থাকা চাই সীমাহীন এবং একইসাথে ইচ্ছা শক্তির পরিমানটা যেন হয় আকাশ সমান। আর দরকার শুধুমাত্র নিজের উপর নিজের পুরোপুরি আত্মবিশ্বাস থাকাটা।দেখবেন ঠিকই একদিন আপনি আপনার মূল লক্ষ্যে পৌছে গেছেন।
|