বরিশাল জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।
|
![]() লিটন বায়েজিদঃ মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই শ্লোগানকে সামনে রেখে স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বরিশাল জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। ২৮ জুলাই মঙ্গলবার বরিশালের পুলিশ লাইনের মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডি আই জি বরিশাল রেঞ্জ মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, অ্যাডিশনাল সুপার নাইমুল ইসলাম, অতিরিক্ত সুপার মোঃ শাহজাহান (ডি এস বি) সহ আরো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, বরিশাল জেলায় ২ হাজার গাছের চারা রোপনের নির্দেশনা দেয়া আছে, এবং আমরা আমাদের লক্ষ্যে পৌছানোর জন্য অধিক কার্যকরি ভূমিকা পালন করছি এবং আরো বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয় এবং পরিবেশকে সুন্দর রাখে, তাই সবার উচিত বেশি বেশি গাছ লাগানো যাহাতে আমাদের পরবর্তী প্রজন্ম সুন্দর একটি পরিবেশ উপহার পায়।
|