পাবনা, ভাগুড়ায় মমতাজ আইডিয়াল স্কুলের সেই মরহুম শিক্ষককে প্রধানমন্ত্রীর অনুদান।
|
![]() মোঃ আব্দুল আজিজ, পাবনা প্রতিনিধি। পাবনার ভাঙ্গুড়া উপজেলার মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের নন-এমপিও শিক্ষক মৃত মোস্তফা কামালের পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদানের একটি চেক প্রদান করা হয়েছে। আজ সোমবার বিকালে মোস্তফা কামালের স্ত্রী ফরিদা খাতুন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট থেকে চেকটি গ্রহন করেন। মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম জানান,করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ শিক্ষকের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিশেষ অনুদান হিসাবে মোস্তফা কামালের স্ত্রীকে ৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।মৃত শিক্ষক মোস্তফা কামাল উল্লেখ্য,গত ২৪জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্ষতিগ্রস্থ শিক্ষক তালিকা চুড়ান্ত হবার পর ২৫ জুন ওই শিক্ষকের মৃত্যু হয়। সেকারণে প্রধানমন্ত্রীর অনুদানের চেকটি তার পরিবারকে দেওয়া হয়।
|