বাবুগঞ্জে ছাত্রলীগ নেতা মিলনকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন।
|
![]() নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের বাবুগঞ্জে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বাবুগঞ্জ কলেজের ছাত্র ও ছাত্রলীগ নেতা মিলন তিব্রকে মিথ্যা মাদক মালায় ফাঁসনোর অভিযোগ এনে উপজেলা ছাত্রলীগর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই (সোমবার) সকালে উপজেলা পরিষদের সামনে মিলনের মুক্তি চেয়ে বিভিন্ন স্লোগান যুক্ত প্লেকার্ড হাতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে ছাত্রলীগ কর্মীরা ৷ এসময় উপজেলা পরিষদ চেয়াচেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারক লিপি দেয়া হয়। লিখিত ওই স্মারক লিপি সূত্রে জানাযায়, গত ২০ জুলাই সন্ধ্যা সারে সাতটায় বাবুগঞ্জ বাজারে ছাত্রলীগ নেতা মিলন তিব্র বাজার করতে অাসলে গাঁজা সেবনের অভিযোগ এনে তাকে বাবুগঞ্জ থানার এএসঅা ফজলু ও সিহাব উদ্দিন অাটক করে মামলা দিয়ে জেলা হাজতে প্রেরন করে। তবে অাটকের ঘটনাটি পার্শবর্তী একটি দোকানের সিসি টিভি ধারনকৃত ফুটেজে দেখা যায় এএসঅাই ফজলু নিজের পকেট থেকে একটুকরো গাঁজা বের করে টিসুতে মুড়িয়ে মাটিতে ফেলে মিলনকে ফাঁসয়ে থানায় নিয়ে যায়।মিলনে সাথে থাকা এক বন্ধুকে ৫ হাজার টাকার বিনিময়ে ছাড়ে দেওয়ার অভিযোগ তুলেন পুলিশের বিরুদ্ধে মিলনের সহপাঠীরা। প্রতিবাদকারীরা মানববন্ধন থেকে সিসি টিভি ফুটেজ দেখে মিলনের শর্তহীন মুক্তি দাবি ও অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের দাবি জানায়। ওসি মিজানুর রহমান বলেন, বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। অভিযোগের তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।
|