কলাপাড়ার চম্পাপুরে কেক কেটে স্বেচ্ছাসেবকলীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
|
![]() মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: জমকালো অনুষ্ঠান ও কেক কাটার মাধ্যমে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে স্বেচ্ছাসেবকলীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার বিকাল ৪ টায় চম্পাপুর ইউপি পরিষদের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি ও চম্পাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা বদিউর রহমান বন্টি। অনুষ্ঠানে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো. জসিম গাজীর চঞ্চালনায় সভাপতিত্ব করেন চম্পাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. সুমন তালুকদার। এসময় বিশেষ অতিথি হিসাবে চম্পাপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রিন্টু তালুকদারসহ ইউনিয়নের অন্যান্য অংঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশের বর্তমান করোনা পরিস্থিতি থেকে মুক্তি লাভের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সর্বশেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
|