পাবনা ভাগুড়া নন- এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চেক বিতরণ
|
![]() মোঃ আব্দুল আজিজ, পাবনা প্রতিনিধি আজ রবিবার পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান আনুষ্ঠানিক ভাবে শিক্ষক-কর্মচারীদের হাতে এই সব চেক তুলে দেন। এসময় ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন তার সঙ্গে ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম জানান,এটি করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ শিক্ষক-কর্মচারীদের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রাপ্ত বিশেষ অনুদান। এই খাতে ভাঙ্গুড়া উপজেলায় মোট বরাদ্দের পরিমান ৩ লাখ ৩৫ হাজার টাকা। তিনি আরো বলেন,সরকারের ব্যান বেইজের তালিকা অনুযায়ী উপজেলার নন-এমপিও ৭৭জন শিক্ষক-কর্মচারী প্রধানমন্ত্রীর দপ্তরে এই আর্থিক সহায়তার জন্য চুড়ান্ত অনুমোদন পান। এদের মধ্যে রবিবার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজসহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে চেক প্রদান করা হয়েছে। অবশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের চেক সোমবার বিতরণ করা হবে। এই অনুদান থেকে একজন শিক্ষক ৫ হাজার টাকা এবং একজন কর্মচারী ২ হাজার পাঁচ’শ টাকার সহায়তা পাচ্ছেন
|