চিকিৎসার নামে প্রতারণা জালিয়াতির দূর্গে বিএমপি’র থাবা
|
![]() নিজস্ব প্রতিবেদকঃ নগরীতে অসাধু প্রতারক চক্রের ঠাঁই নেই, শূন্য সহিষ্ণুতা নীতি নিয়ে দমন করতে হবে। ______বিএমপি কমিশনার। মাননীয় বিএমপি কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়ের বক্তব্যে অনুপ্রানিত হয়ে করোনা যুদ্ধের পাশাপাশি অসাধুদের বিরুদ্ধে সোচ্চার হয়ে কাজ করছে বিএমপি। তার ই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে ২৫ জুলাই ২০২০ খ্রিঃ বিএমপি গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মনজুর রহমান পিপিএম বার এর নির্দেশক্রমে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নগর গোয়েন্দা বিএমপি জনাব মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে, অভিযানিক টীম বেলা ১১ঃ০০ ঘটিকায়, কোতয়ালী মডেল থানাধীন আগরপুর রোড প্রেস ক্লাব সংলগ্ন “দি মুন মেডিকেল সার্ভিসেস” এ বিভিন্ন জায়গা হইতে আগত রোগীদের ভূয়া রিপোর্ট প্রদান করে প্রতারণার অভিযোগে অভিযান পরিচালনায় ভূক্তভোগীদের মেডিকেল টেস্ট রিপোর্ট এর নীচে স্বাক্ষরিত ডাক্তার ও টেকনিশিয়ানদের সাথে মোবাইলে যোগাযোগ করলে তারা জানান যে, উক্ত স্বাক্ষর তাদের না। “দি মুন মেডিকেল সার্ভিসেস” এর মালিক শেয়ার হোল্ডার, ল্যাব-সহকারী ও অন্যান্য সহকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা ভূক্তভোগীদের নিকট হইতে মোটা অংকের বিনিময়ে ভূয়া মেডিকেল টেস্ট রিপোর্ট তৈরী করে। রিপোর্টের নীচে ডাক্তার ও টেকনিশিয়ানদের জাল স্বাক্ষর প্রদান করে। ল্যাব মালিক মোহাম্মদ হোসেন শাহিনকে ল্যাবের বৈধ কাগজপত্র দেখাতে বললে সে কোন কাগজপত্র দেখাতে পারেন নাই। লাইন্সের মেয়াদ ২০১৭ সালে শেষ হইলেও পরবর্তীতে নবায়ন করেন নাই। উল্লেখিত ল্যাবে অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ সরঞ্জামাদি ও ঔষধ পাওয়া যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
|