ঈদে ছুটির দাবীতে গার্মেন্টস শ্রমিকদের আন্দলোন ।
|
![]() কানিজ ফাতেমা গাজীপুর প্রতিনিধি:
আজ ২৫ জুলাই টংগীতে ভিয়েলাটেক্স নামক গার্মেন্টস কারখানার শ্রমিকরা ১২ দিন ঈদের ছুটির দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে যান চলাচল স্থবির হয়ে যায়।জেলা প্রশাসন, গাজীপুর এর পক্ষে ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে শিল্প পুলিশ, গাজীপুর ও মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর এর সদস্যদের সাথে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত হন। একপর্যায়ে শ্রমিকরা ইট পাটকেল নিক্ষেপ করলে শিল্প পুলিশের এএসপি এস আলমসহ অনেকে আহত হয়। শ্রমিকদের এরূপ আগ্রাসী কর্মকান্ড থেকে জননিরাপত্তা রক্ষার জন্য তাদের ছত্রভঙ্গ করা হয় ও যান চলাচল স্বাভাবিক করা হয়।পরবর্তীতে গলির ভিতরে অবস্থান নিয়ে শ্রমিকরা নির্মাণাধীন একটি ভবনের জন্য ক্রয়কৃত ইট ভেঙে নতুন করে আগ্রাসী হবার পরিকল্পনা করছিল এমন তথ্য পেয়ে তাদের সেখান থেকে ছত্রভঙ্গ করা হয়।এছাড়া, মালিক পক্ষের প্রতিনিধিকে সরকারি সিদ্ধান্ত মোতাবেক নির্ধারিত তারিখের মধ্যে শ্রমিকদের ঈদের বোনাস ও চলতি মাসের বেতনের ৫০% পরিশোধ নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়।
|