মোঃ আব্দুল আজিজ
পাবনা,প্রতিনিধি
পাবনার ভাংগুড়ায় ভাংগুড়া সদর এলাকায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির দায়ে এক মাংস বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সন্ধায় উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মোঃ কাওছার হাবিব ওই জরিমানা করেন। এবং আদালত মাংস পুঁতে ফেলার নির্দেশ দেন।
ভাংগুড়া থানার (এসআই) মুরাদ হোসেন বলেন, ভাংগুড়া সদর এলাকার হারোপাড়া গ্রামে এক মাংস বিক্রেতা অসুস্থ গরু জবাই করে প্রতি কেজি মাংস সাড়ে তিনশত টাকা দরে বিক্রি করছিলেন। এক সাক্ষাতে ভাংগুড়া উপজেলার আনসার ভি ডি পির দলপতি মোঃ আব্দুস সালাম নুর বলেন আমি ও এই খান থেকে ১০ কেজি মাংস কিনেছি ।
গোপন সংবাদের ভিত্তিতে ওই খানে উপস্হিত হয়ে মোঃ কাওছার হাবিব সহকারী কমিশনার ভূমি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৯৫৯ সালের বিশুদ্ধ খাদ্য আইনের ৪৪ ধারায় টেবিল ৬ (১) মোতাবেক একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
মাংস বিক্রেতারা হলেন ভাংগুড়া সদর ইউনিয়নের হারোপাড়ার মোঃ বাচ্চু মোল্লা( ৫০) ও সরদার পাড়া গ্রামের মোঃ মানিক হোসেন ওবফে মানিক কসাই (৪৮)।
ভাংগুড়া থানার এসআই মুরাদ হোসেন বলেন, অভিযুক্ত ব্যক্তিরা জরিমানার টাকা পরিশোধ করায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। আর অসুস্থ গরুর মাংসগুলো জব্দ করে মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে।
সংবাদটি পঠিত : ১৩৭
৩