মাতৃভাষা দিবসে হিলি সীমান্তে দুই বাংলার ভাষাপ্রেমিদের শুভেচ্ছা বিনিময়
|
![]()
হিলি প্রতিনিধিঃ আজ রবিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় হিলি সীমান্তের জিরোপয়েন্ট বিজিবি-বিএসএফ সদস্যদের উপস্থিতিতে দুই বাংলার মতবিনিময় অনুষ্ঠিত হয়। এপার বাংলা ওপার বাংলার মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন, ভারতের বালুঘাট পৌরসভার মেয়র হরিপদ দাসসহ ঐবাংলার ভাষাপ্রমিরা, বাংলাহিলি হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, বাংলাহিলি পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, দুই বাংলার মিলন মেলার উদ্যোক্তা হিলির মুক্তিযোদ্ধা সন্তান সাবেক কমান্ডার জাহিদুল ইসলাম জাহিদ, এসময় ভারতের বালুঘাট পৌর মেয়র হরিপদ দাস বলেন, আমরা দুই বাংলার মানুষ। বাংলা আমাদের মাতৃভাষা, মায়ের ভাষা। আমাদের মাঝে কোন ভেদাভেদ নেই, শুধু একটা তারকাটার বেড়া। আমরা সবাই একি মায়ের সন্তান মনে করি। ১৯৫২ সালে এই বাংলা ভাষার জন্য যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করে গেছে, তাদেরকে আমরা এইদিনে স্বরণ করি। হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, দুইবাংলার মানুষগুলো আমরা আত্মার-আত্মীয়। করোনার কারণে আজ আমারা মিলিত হতে পারছি না। আশা করি আগামী বছরে আমরা আগের মত আবারও একত্রিত হবো। মোঃ লুৎফর রহমান |