বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বাসে আগুন জ্বালিয়ে দিয়েছে (ববি) শিক্ষার্থীরা
|
![]() নিউজ ডেস্কঃ রাতের আঁধারে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ঘুমন্ত শিক্ষার্থীদের ওপর বর্বর হামলার ঘটনায় সকল থেকে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছে। এবং হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক শাস্তির দাবিতে সড়কে অবস্থান নিয়ে আছেন শত শত শিক্ষার্থী। ইতিমধ্যে সংক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে একটি বাস আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। বাসটি বরিশাল শহরের রুপাতলী থেকে পটুয়াখালীর উদ্দেশে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটি যাত্রী নিয়ে বিশ্ববিদ্যালয় অতিক্রমকালে শিক্ষার্থীরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে সকল যাত্রীরা নেমে গেলে বাসটি সড়কের পাশে থামিয়ে রাখা হয়েছিল। এর কিছুক্ষণ পরে উত্তেজিত শিক্ষার্থীরা একপর্যায়ে আগুন জ্বালিয়ে দেয়। এদিকে গভীর রাত থেকে বিপুল সংখ্যক পুলিশ বিশ্ববিদ্যালয় এলাকায় মোতায়েন থাকলেও ক্রমশই যেন পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। সর্বশেষ বেলা সাড়ে ১১টার খবরে জানা গেছে, শিক্ষার্থীরা তাদের স্বপক্ষে অনঢ় থেকে সড়ক অবরোধ করে রেখেছেন।’
|