বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয় পেয়েছে মোহামেডান; আর পয়েন্ট হারিয়েছে আবাহনী
|
![]() অনলাইন ডেস্ক: সাত ম্যাচে দুই জয় ও তিন ড্রয়ে ৯ পয়েন্ট মোহামেডানের। ছয় ম্যাচে তৃতীয় হারের তেঁতো স্বাদ পাওয়া পুলিশ এফসির পয়েন্ট ৭। এদিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। চলতি লিগে এই প্রথম পয়েন্ট হারানো শেখ জামাল ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। এক ম্যাচ বেশি খেলা আবাহনী ১৫ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। ঢাকা আবাহনীর পক্ষে বেলফোর্ট ও ফ্রান্সিসকো গোল করেন। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পক্ষে সুলাইমান এবং জোবে গোল পান |