অতিথি পাখি বাইক্কা বিলের রূপ বাড়িয়েছে
|
![]()
নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের বাইক্কা বিলে ঝাঁকে ঝাঁকে জড়ো হচ্ছে অতিথি পাখি। হাজারো পাখির কলকাকলি আর ঝাঁক বেঁধে উড়ে বেড়ানোর দৃশ্য সৌন্দর্য বাড়িয়েছে এ বিলের। নান্দনিক এই রূপ উপভোগ করতে প্রতিদিন সেখানে যাচ্ছেন পর্যটকরা। শীত আসলেই বাইক্কার বিলে আগমন ঘটে অতিথি পাখির। গত দু’বছর মৌলভীবাজারের বাইক্কা বিলে অতিথি পাখির আনাগোনা কিছুটা কম থাকলেও এবার আবারও বেড়েছে। এই বিলে এখন রংবেরঙের পাখির কিচিরমিচিরে মুখরিত চারদিক। ডিসেম্বর থেকে ফেব্র“য়ারি পর্যন্ত বিলটিতে বিচরণ করে অতিথি পাখিরা। ঝাঁক বেঁধে পাখির উড়ে বেড়ানোর দৃশ্য আর বিলের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হন প্রকৃতিপ্রেমীরা। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা জড়ো হন সেখানে। ২০০৩ সালে চাপড়া, মাগুড়া ও যাদুরিয়া বিলের ১০০ একর জলাভূমিকে বাইক্কার বিল নামে মাছ ও পাখির অভয়াশ্রম ঘোষণা করে সরকার। অভয়াশ্রমটির জীববৈচিত্র্য রক্ষণাবেক্ষণের জন্য একটি ব্যবস্থাপনা কমিটিও গঠন করা হয়। তবে, ক্রমান্নয়ে বিলে পাখি ও মাছের সংখ্যা বেড়ে যাওয়ায় এর আয়তন বৃদ্ধিসহ বিলটি খননের দাবি জানিয়েছে স্থানীয় বিভিন্ন সংগঠন। করোনাকালে বাইক্কার বিলে বেড়াতে আসা দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানালেন জেলা পুলিশ সুপার। এই বিলে বর্তমানে ৩৯ প্রজাতির অতিথি পাখির পাশাপাশি পানকৌড়ি, বেগুনিকালিম, রাজসরালী, বালিহাঁসসহ বিভিন্ন প্রজতির দেশিয় পাখির দেখা মিলছে। |