ঘরে ঢুকে ঘুমন্ত কিশোরীকে ধর্ষণ, যুবক আটক
|
![]()
নিউজ ডেস্কঃ মৌলভীবাজার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের জামির উদ্দিনকে আটক করেছে পুলিশ। রোববার (৩১ জানুয়ারি) ধর্ষণে অভিযুক্ত জমির উদ্দিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার (৩০ জানুয়ারি) ঘটনার দিন রাতে জমির উদ্দিনকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিণয় ভূষণ। ঘটনার পর তা মা বাড়িতে এসে বিষয়টি জানতে পেরে রাতেই কুলাউড়া থানাকে অবহিত করে। পরে ওই রাতেই জমির উদ্দিনকে আটক করে পুলিশ। |