রাঙ্গাবালী উপজেলা পর্যায়ে ছাত্র/ছাত্রীদের দাবা প্রতিযোগীতা ও পুরস্কার বিতারন
|
![]() মোঃমনিরুল ইসলাম রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধি :- ক্রীড়া পরিষদের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২০২১ এর আওতায় পটুয়াখালী জেলা ক্রীড়া আফিস কর্তৃক আয়োজিত দাবা প্রতিযোগীতা ও পুরস্কার বিতারনী- ২০২১ অনুষ্ঠিত হয়। পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রধান করেন। তারা রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় ছাত্র/ছাত্রীদের খেলাধুলার জন্য দাবা কোট ও ফুটবল প্রধান করেন। এ অনুষ্ঠানের সভাপতিত্ব কররেন জেলা পরিষদের জেলা ক্রীড়া অফিসার মোঃসাইদুল ইসলাম।প্রধান অতিথি হিসাবে উপস্থিত দিলেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাশফাকুর রহমান,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও রাঙ্গাবালী সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাইদুজ্জামান মামুন খাঁন। এছাড়া উপস্থিত ছিলেন চালিতাবুনিয় ইউপি চেয়ারম্যান মুঃ জাইদুর রহমান জাহিদ, উপজেলা সহকারী শিক্ষকা অফিসার মোঃ গোলাম সগীর ও রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী। বিশেষ অতিথি মোঃমাশফাকুর রহমান বলেন,আমি পটুয়াখালী জেলা ক্রীড়া পরিষদকে ধন্যবাদ জানাই এ আয়োজনের জন্য। ছাত্র/ছাত্রীদের মধ্যে যদি ক্রীড়ার ছোয়া থাকে তা হলে তাদের মেধা অনেকটা বিকাশ পাবে।তারা খারাপ পথে চলা থেকে অনেকটা বিরত থাকবে।
|