মাদ্রাসাছাত্রীকে টানা ৬ দিন ধর্ষণের পর রাস্তায় ফেলে গেল দূর্বৃত্তরা
|
![]() নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ছয়দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার বড়হিতর ইউনিয়নের চর্ডীপুর গ্রামের আ. রাজ্জাকের ছেলে আতিক মিয়া (২৭) ও তার সহযোগীদের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেছেন নির্যাতিতার ভাই। পুলিশ জানায়, অভিযুক্ত আতিক বিভিন্ন সময় ওই মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করত। গত ৩০ ডিসেম্বর রাতে ঘরের বাইরে গেলে আগে থেকে ওত পেতে থাকা আতিক ও তার সহযোগীরা ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। পরদিন ৩১ ডিসেম্বর আতিক ফোন করে জানায় বিয়ে দিলে ওই ছাত্রীকে ফেরত দেওয়া হবে। এ অবস্থায় দুইদিন পর মাদ্রাসাছাত্রীর ভাই ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়। বুধবার (৬ জানুয়ারি) আদালতে ২২ ধারায় জবানবন্দি দেয় ওই ছাত্রী। তাকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হলেও শারীরিক অসুস্থতার জন্য ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়নি। |