বাউফল দাসপাড়াতে পারিবারিক বিরোধের জেরে আপন চাচার হাতে দুই ভাই সহ আহত মা।
|
![]()
মোঃ সাইদুর রহমান প্রতিনিধি বাউফল,পটুয়াখালী। পটুয়াখালীর বাউফল উপজেলায় দাসপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে নিজাম আকন(৩৫) নামের এক ব্যাক্তির হাতে তার আপন দুই ভাতিজা তানভীর আকন(১০) ও শাওন আকনকে লাঠি সোঁটা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে নির্মম ভাবে আঘাত করেন, এমনকি বাচ্চার উপর আপন চাচার নির্যাতন সহায় করতে না পারায় কান্নাকাটি শুনে মা হেলেনা বেগম(৩০) তার সন্তানদের রক্ষা করতে গেলে তিনিও রেহাই পায়নি নিজাম আকন (দেবর)এর হাত থেকে। এমন নির্মম নির্যাতন এর আগেও কয়একবার ঘটেছে তাঁদের মধ্যে। ঘটনাটি ঘটেছে গেলো শনিবার সন্ধ্যা ৫ঃ৩০ মিনিটের সময়। ঘটনার পর সজনেরা তাদেরকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন এবং ভর্তি করানো হয় । হেলেনা বেগম তার স্বামী মোঃ কবির আকন(৪০)কে মোবাইলে জানায়।স্বামী কবির আকন ঢাকায় থাকেন, অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। |