নবাবগঞ্জে হয়ে গেলো ঘোড়া দৌড় প্রতিযোগিতা
|
![]() হাসিম উদ্দিন স্টাফ রিপোটারঃ গ্রামীণ ঐহিত্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড়া দৌড় প্রতিযোগিতা পরিচিত করার লক্ষেই দিনাজপুরের নবাবগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার পুটিমারা যুব সমাজের আয়োজনে পুটিমারা মাঠে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় আশপাশের হাজার হাজার নারী-পুরুষ ও উৎসুক শিশুরা প্রতিযোগিতাস্থলে উপস্থিত হন। ঘোড়া দৌড় প্রতিযোগিতায় নবাবগঞ্জ উপজেলাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে ৩০ জন খেলোয়াড় তাদের নিজ নিজ ঘোড়া নিয়ে ৩টি গ্রুপে বিভক্ত হয়ে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ঘোড়াঘাট উপজেলার ইব্রাহিম,২য় স্থান লাভ করেন বিরামপুর উপজেলার রেজাউল ইসলাম। বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সারোয়ার হোসেন।
|