আটকে গেছে সড়ক সম্প্রসারণের কাজ মালিকানা নিয়ে দ্বন্দ্ব
|
![]() নিউজ ডেস্কঃ ভোলা সদর উপজেলার ভেদুরিয়া থেকে ইলিশা ফেরিঘাট পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। ১৮ ফুট সড়ককে ৩৩ ফুট করতে দুই পাশের গাছ কাটতে বনবিভাগকে নির্দেশ দেয়া হলে আগস্ট থেকে শুরু হয় কাজ। পাশাপাশি রাস্তার দুইপাশে মাটি কেটে কাজ শুরু করে সড়ক বিভাগ। কিন্তু গাছের মালিকানা দাবি করে ২২শে আগস্ট একটি বেসরকারি সংস্থা মামলা করলে গাছ কাটায় নিষেধাজ্ঞা দেয় আদালত। আটকে যায় সড়ক সংস্কারের কাজ। গুরুত্বপূর্ণ সড়কটির সম্প্রসারণ কাজ বন্ধ হয়ে যাওয়ায় লোকসানের মুখে ঠিকাদাররা। স্থানীয়রা বলছেন, সড়কের দুই পাশে বড় বড় গর্ত থাকায় পথচারী ও যানবাহন চলাচলে বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা রয়েছে। বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুল ইসলাম বলেন, স্থানীয় জনগনকে নিয়ে বাগান করা হয়েছে। আশা করি আদালতের রায় সবাই মেনে নিবে। রায় আমাদের পক্ষে গেলে লভ্যাংশ পাবে স্থানীয় জনগণ, উপকৃত হবে সরকার। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহম্মদ নাজমুল ইসলাম বলেন, দ্রুত মামলাটির নিষ্পত্তি না হলে প্রকল্পের কাজ শুরু করা যাচ্ছে না। এতে প্রকল্পের কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত সড়ক প্রশস্ত করার কাজ শুরু না হলে আগামী বর্ষা মৌসুমে যান চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হবে মনে করেন এলাকাবাসী। |