উজিরপুরে নৌকা প্রার্থীর গণসংযোগে মানুষের ঢল।
|
![]() নিজস্ব প্রতিবেদকঃ আগামী ২৮ ডিসেম্বর উজিরপুর পৌরসভা নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে উজিরপুর পৌর এলাকার মানুষের মাঝে চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তবে প্রচার প্রচারণা গণসংযোগে নৌকা প্রার্থী গিয়াস উদ্দিন ব্যাপারী এগিয়ে আছে বলে জানা যায়। নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে ২৬ ডিসেম্বর শনিবার নৌকা প্রার্থী গিয়াস উদ্দিন বেপারীর নেতৃত্বে উজিরপুরে এক বিশাল গণসংযোগ এর আয়োজন করা হয় এবং গণসংযোগে সাধারন মানুসের ব্যাপক ঢল নামে। ইতিমধ্যে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউনুস তালুকদার, সাংগঠনিক সম্পাদক সুরুজ মোল্লা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান সহ বিভিন্ন উপজেলা আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উজিরপুরে নৌকা প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নেন। উজিরপুরে পৌর মেয়র নির্বাচনে জয়ের ব্যাপারে নৌকা প্রার্থী গিয়াস উদ্দিন বেপারী শতভাগ আশাবাদী। |