জীবনের চক্র!
|
![]() মোসাঃআছমা আক্তার (বিনোদন প্রতিনিধি,বরিশাল প্রেস) আজকাল প্রায়ই আমার মাঝ রাতে ঘুম ভেঙ্গে যায়,অস্থির লাগে,কিছুতেই সস্তি পাইনা,তখন নামায পরে নেই,সব কিছু এলোমেলো লাগে অদ্ভুত সব প্রশ্ন মাথায় ঘোরে,কখোনো অনলাইলে আসি এটা নিয়ে অবশ্য কয়েক জন চানতে চেয়েছে ওত রাতে অনলাইনে কার সাথে চ্যাটিং করো?আমি শুধু হাসি কারন কোন উত্তর তো নেই,তবে হ্যাঁ চ্যাটিং তো করিই!তবে,সে কোন মানুষ নয় স্বয়ং সৃষ্টিকর্তার কাছে,কেন আমরা আমাদের এই মহা সন্মানীত মানব জন্মের কারন ভুলে গেলাম?কেন জীবন শুধুই দেহ কেন্দ্রিক হয়ে উঠল?কেন আমরা সৃষ্টির আসল রহস্য “ভালোবাসা” ভুলে গেলাম?কেন জীবনটা শুধুই চক্রে আটকে গেল? চক্র জীবন হলো,ছেলে=(একটা ভালো ক্যারিয়ার+একটা সুন্দর বাড়ি+একজন সুন্দরী স্ত্রী+দু ফুটফুটে বাচ্চা),মেয়ে=(একজন প্রতিষ্ঠিত স্বামী+একটা গোছানো সংসার+দুটা ফুটফুটে বাচ্চা)আর এর বাইরে যারা আছে তারা মানুষ নয় তারা সমাজে বসবাস কারী জীব মাত্র!!! কিন্তু,অন্যান্য সব প্রাণীর মতোই এই চক্রাকার জীবনের যাপন করবো বলেই কি আল্লাহ্ এক দ্বন্দ্ব এতো কাহিনি করে মানুষ বানালেন???যারা কোরআন শুধু সওয়াব জন্য নয় আত্নশুদ্ধির আর জীবন পরিচালনার জন্য পাঠ করেন,তারা প্রত্যেকেই নিশ্চয়ই জানেন,মাবন সৃষ্টির ইতিহাস!সেখানে কেন আল্লাহ্ এতো সৃষ্টির মাঝে শুধু মানুষ সৃষ্টির করার জন্য ফেরেসতাদের মতামত চাইলেন?কেন মানুষকে নিজ হাতে বানালেন?কেন তাকে নিজের অংশ দিলেন?কেন মানুষকে অন্য সব ফেরেসতারা সিজদা করলেন?কেন ইবলিশ জান্নাত থেকে বিতাড়িত ও অভিসপ্ত হলো??? |